- আজ বৃহস্পতিবার
- ২রা শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
- ১৭ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ২০শে মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২২ মার্চ ২০২২ | ১:৫৪ অপরাহ্ণ
লিস্ট ‘এ’ ক্রিকেটে প্রথমবারের মতো ৫ উইকেট শিকার করলেন স্পিনার মোহাম্মদ আশরাফুল। মঙ্গলবার মোহামেডানের ৫ ব্যাটারকে ফিরিয়ে এই কীর্তি গড়েছেন ব্রাদার্স ইউনিয়নের হয়ে খেলা সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান।
মঙ্গলবার বিকেএসপির চার নম্বর মাঠে শুরুতে ঐতিহ্যবাহী মোহামেডানকে ব্যাটিংয়ে পাঠায় ব্রাদার্স ইউনিয়ন। আশরাফুল ১৮তম ওভারে বোলিং শুরু করেন। নিজের ঘূর্ণি জাদুতে প্রথম ওভারের শেষ বলেই তুলে নেন মোহাম্মদ হাফিজের উইকেট। আগের দুই ম্যাচের ব্যর্থতা কাটিয়ে ভালো শুরু করেছিলেন পাকিস্তানের এই ব্যাটার। কিন্তু এদিন ২৮ রান করার পর আশরাফুলের বলে এলবিডাব্লিউ হয়ে সাজঘরে ফিরেছেন। এরপর মোহামেডানের হয়ে সর্বোচ্চ রান করা রনি তালুকদারকে (৫৮) ক্লিন বোল্ড করেন আশরাফুল।
যার তৃতীয় শিকার সোহরাওয়ার্দী শুভ। ১৬ রান করা শুভকে সাদিকুরের ক্যাচ বানিয়ে সাজঘরের পথ দেখন বাংলাদেশের প্রথম পোস্টারবয়। পরের ওভারেই মোহামেডানের অধিনায়ক শুভাগত হোমকে ফিরিয়ে চতুর্থ উইকেট শিকার করেন। এরপর ৩৬তম ওভারে ইয়াসির আলী মিশুকে ফিরিয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে প্রথম ৫ উইকেট শিকারের উল্লাসে মাতেন তিনি। বিকেএসপিতে আশরাফুলের ঘূর্ণিতে এলোমেলো মোহামেডান শেষ পর্যন্ত ৪৯.৪ ওভারে করতে পারে ২০৬ রান। এদিন ১০ ওভারে ২ মেডেনে ২৩ রানে ৫ উইকেট নিয়েছেন আশরাফুল।
এর আগে ২৮ রানে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছিলেন আশরাফুল। ২৬৯ ম্যাচে ৩১.৬৪ গড়ে এবং ৫.১৪ ইকোনমিতে লিস্ট ‘এ’ ক্রিকেটে তার শিকার ৭০ উইকেট। আন্তর্জাতিক ওয়ানডেতেও ৪০ ইনিংস বল করে তার অর্জন ১৮ উইকেট। ২৬ রানে সর্বোচ্চ তিন উইকেট নিয়েছিলেন ২০০২ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে।