- আজ মঙ্গলবার
- ৯ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২২শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ২২শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২৩ মার্চ ২০২২ | ১২:৪৭ অপরাহ্ণ
গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তকে অযৌক্তিক বলছে বিএনপি। মঙ্গলবার (২২ মার্চ) দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই করা এক বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়।
সোমবার (২১ মার্চ) রাতে দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। সভায় গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্তকে অযৌক্তিক বলে মতামত দেন কমিটির সদস্যারা।
এতে বলা হয়, দেশে যখন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দাম বাড়ার ফলে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে, সেই সময় রাষ্ট্রীয় মালিকানাধীন গ্যাস বিতরণ কোম্পানিগুলোর খুচরাগ্রহক পর্যায়ে গ্যাসের দাম ৩৩ শতাংশ বাড়ানোর প্রস্তাব অযৌক্তিক ও অমানবিক।
এতে আরও বলা হয়, দাম বাড়ানোর প্রস্তাবের বিরোধিতা করার লক্ষ্যে বিইআরসির গণশুনানিতে পাঁচ সদস্যের একটি টিম পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।