• আজ রবিবার
    • ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    সেঞ্চুরিয়নকে স্বর্গ বানালো টাইগাররা!

    সেঞ্চুরিয়নকে স্বর্গ বানালো টাইগাররা!

    গাজীপুর টিভি ডেস্ক | ২৪ মার্চ ২০২২ | ১২:০৬ অপরাহ্ণ

    প্রথমবার সন্তানের আঙুল ছুঁয়ে দেখার মতোই অসাধারণ অনুভূতি পাওয়া গেল সেঞ্চুরিয়নে। ৯৫ রানের পার্টনারশিপ, লিটন-তামিম রকস, মুশি হোঁচট খেলেও অটল পাহাড়ের মতো ৭৭ রানের দুর্দান্ত অনন্য সাধারণ এক ইনিংস খেললেন সাকিব। ইয়াসির আলী রাব্বিও সাকিবকে দিলেন যোগ্য সঙ্গ, প্রথম ৫০ রানের দেখা পেলেন; দলকে পৌঁছে দিলেন ৩১৪ রানে বড় সংগ্রহের দিকে। বাভুমার দল, সেদিন টপকাতে পারেনি পাহাড়। প্রথমবার প্রোটিয়াদের ওদের ঘরের মাঠে হারালো বাংলাদেশ, এলো ৩৮ রানের বিশাল জয়।

    তবে জোহানেসবার্গ স্বর্ণের দেশ হলেও তামিমের দল সোনা ফলাতে পারেনি। ব্যাটিং বিপর্যয়, সাকিব তামিম লিটন রাব্বি কারো ব্যাট হাসেনি। ১৯৪ রানের মামুলি টার্গেটে টাইগাররাও টানা দুই জয়ে সিরিজ জিতে নিতে পারেনি। বেড়েছে কেবল অপেক্ষা। তবে হাল ছাড়েনি টিম টাইগার্স। আবারও সেই সেঞ্চুরিয়ন, সেই সৌভাগ্যের স্বর্গে ফেরা।

    আগের ম্যাচের ব্যাটিং স্বর্গেও সুবিধা করতে পারেনি প্রোটিয়ারা। মালান ডি ককের শুরুটা ভালোই ছিল। তবে মেহেদী মিরাজ আগের ম্যাচের ম্যাজিকাল ডি কককে সেঞ্চুরিয়নে সুবিধা করতে দেননি। তারপর এগিয়ে আসেন বাংলাদেশর পেস বিপ্লবের অগ্রনায়ক তাসকিন আহমেদ, ধারাবাহিক আঘাতে কোণঠাসা প্রোটিয়ারা।

    ক্যারিয়ারের দ্বিতীয় পাঁচ উইকেটের মাইলফলকে তাসকিন। সাকিবও থাকলেন দারুণ কিপটে মুডে, সাথে দুই উইকেট। শরীফুলও চোখে পড়ার মতো ভালো বল করেছেন। সবমিলিয়ে প্রথম ওয়ানডের মতো শেষ ওয়ানডেতেও দারুণ টিমওয়ার্ক বোলিংয়ে। পেস-স্পিন মেলবন্ধন। দশেমিলে করা কাজের ফলটাও হলো দারুণ, ১৫৪ রানের বেশি যাওয়া হলো না প্রোটিয়াদের।

    পরের গল্প কেবল স্বর্গীয়! লিটন-তামিম জুটি প্রোটিয়াদের বিপক্ষে নিজেদের করা ৯৫ রানের পার্টনারশিপের রেকর্ডটা ভেঙে গড়লেন ১২৭ রানের পার্টনারশিপের রেকর্ড।

    বাকি কেবল খানিকটা পথ, স্বর্গের সেই বাকিটা পথ পাড়ি দেওয়ার ভার পড়লো সাকিব আল হাসানের কাঁধে। জন্মদিনের মাহেন্দ্রক্ষণের ঠিক কিছুক্ষণ আগেই সাকিব ব্যাট হাতে মাঠে নামলেন। আগে থেকেই ইতিহাস লেখার নায়ক হয়ে মাঠে ছিলেন তামিম। সাকিব-তামিমের সেই আবেগি জুটি। জয় তুলে নিল। দিবারাত্রির ম্যাচটাও তাই শেষ হয়ে গেল কেবল সন্ধ্যায়।

    সেঞ্চুরিয়নে নেমে এলো এক রূপকথার রাত, প্রোটিয়া ডেরায় রচনা হলো টাইগারদের স্বর্গীয় নীড়। যে নীড় গড়তে সাকিব পরিবারের চার সদস্য অসুস্থ থাকার পরও দেশে ফেরেননি, তাসকিন যে ম্যাচে খেলেছেন আইপিএলে খেলার মতো লোভনীয় প্রস্তাব হেলায় ফিরিয়ে।

    এই আরব্য রজনীর রূপকথায় মুগ্ধ হতেই তো সেঞ্চুরিয়নে তাকিয়ে ছিলো গোটা বাংলাদেশ। তাকিয়ে ছিলো ছোট্ট মেয়েটা কিংবা পাড়া মাতিয়ে রাখা দস্যি ছেলেটা। চায়ের দোকানে বসা শ্রমিক মজুর কিংবা রিকশাওয়ালার চোখটাও ছিলো টিভি পর্দায় স্থির! সাবাস বাংলাদেশ, যাও এগিয়ে। গর্জনে অর্জনে এগিয়ে চলুক এই জয়ের নৌকা। স্যালুট টিম টাইগার্স।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০