- আজ মঙ্গলবার
- ৯ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২২শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ২২শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২৪ মার্চ ২০২২ | ৫:১০ অপরাহ্ণ
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনে রাশিয়ার আক্রমণের প্রতিক্রিয়া জানাতে ন্যাটোর জরুরি শীর্ষ বৈঠকে যোগ দিতে ব্রাসেলসে পৌঁছেছেন।
রাশিয়ার আক্রমণ কীভাবে থামানো যায় পশ্চিমা দেশগুলো যখন এটা নিয়ে উদ্বিগ্ন; তার মধ্যে পশ্চিমা সামরিক জোট ন্যাটো সম্মেলনে বসছে।
সিএনএনের খবরে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট বাইডেন ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গের সঙ্গে সংক্ষিপ্ত একটি বৈঠকে বসেন। এছাড়া তিনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন, তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে শুভেচ্ছা জানান এবং তাদের সঙ্গে ছবি তোলেন।
ন্যাটো সম্মেলনে রওনা দিতে বিমানে উঠার আগে সাংবাদিকদের প্রেসিডেন্ট বাইডেন বলেছিলেন, ইউক্রেন যুদ্ধ নিয়ে যা বলা প্রয়োজন এবং যা এতদিন বলেছেন সেগুলো বলতে যাচ্ছেন তিনি।