- আজ মঙ্গলবার
- ৯ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২২শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ২২শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২৬ মার্চ ২০২২ | ৩:১৫ অপরাহ্ণ
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে শোভাযাত্রার প্রস্তুতি নিচ্ছে বিএনপি।
আজ শনিবার (২৬ মার্চ) বিকেল ৩টায় দলীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের করবে দলের নেতাকর্মীরা। এটি জাতীয় প্রেস ক্লাবে গিয়ে শেষ হবে।
বিএনপির দপ্তরে নিযুক্ত কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারী এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘সকাল থেকে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শোভাযাত্রা করার প্রস্তুতি শুরু হয়েছে। ট্রাকে অস্থায়ী মঞ্চ তৈরির কাজ চলছে। শোভাযাত্রায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন। অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতারাও থাকবেন।’