- আজ রবিবার
- ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ২০শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২৭ মার্চ ২০২২ | ৬:০৩ অপরাহ্ণ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রকাশ হয়েছে সংগীতচিত্র ‘ফিরে এসো বঙ্গবন্ধু’। গানটি লিখেছেন কলকাতার স্বনামধন্য গীতিকার শুভদ্বীপ চক্রবর্তী।
এর সুর করেছেন কলকাতার জনপ্রিয় সংগীত পরিচালক চিরন্তন ব্যানার্জি। ‘ফিরে এসো বঙ্গবন্ধু’ সংগীতচিত্রটি চিত্রায়িত হয়েছে বাংলাদেশ, কলকাতা এবং যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস ও নিউ ইয়র্ক সিটিতে।
এই সংগীতচিত্রে প্রবাসী তারকাদের মধ্যে রয়েছেন নিউ ইয়র্ক থেকে কণ্ঠশিল্পী তনিমা হাদি ও লস অ্যাঞ্জেলেস থেকে মারভীন অধিকারী রুপম। ভারতের কলকাতা থেকে কণ্ঠশিল্পী জয়তী চক্রবর্তী, রাঘব চ্যাটার্জি, চিরন্তন ব্যানার্জি ও শুভদ্বীপ চক্রবর্তী।
বাংলাদেশ থেকে অংশ নেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী, আলোচিত ব্যান্ড ‘স্পন্দন’ এবং নতুন প্রজন্মের কণ্ঠশিল্পী এ.পি. শুভ।
জানা গেছে, জাতির জনকের দীর্ঘ সংগ্রামী জীবন এবং বাংলাদেশের মহান স্বাধীনতার মহিমা তুলে ধরতে ক্যালিফোর্নিয়ার ‘এইচডি বাংলা’ টেলিভিশনের উদ্যোগে ও সার্বিক তত্ত্বাবধানে নির্মিত হয়েছে সংগীতচিত্রটি।
২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দেশের শীর্ষ অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ-এর মিউজিক ইউটিউব চ্যানেলে সংগীতচিত্রটি মুক্তি পেয়েছে।