- আজ মঙ্গলবার
- ৯ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২২শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ২২শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ৩০ মার্চ ২০২২ | ১:০৬ অপরাহ্ণ
রাজধানীর নয়াপল্টনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আজ জরুরি যৌথ সভা ডেকেছে বিএনপি। সভায় দেশের সামগ্রিক পরিস্থিতি, দলের সাংগঠনিক কর্মকাণ্ড পর্যালোচনা এবং আগামী দিনের করণীয় নির্ধারণ হবে।
বিএনপির সহ-দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম টিপু এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার যৌথ সভায় সভাপতিত্ব করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভা শেষে সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন তিনি।
যৌথ সভায় দলের সাংগঠনিক সম্পাদক ও যুগ্ম সম্পাদক এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর সভাপতি-সাধারণ সম্পাদকদের উপস্থিত থাকতে বলা হয়েছে।