- আজ রবিবার
- ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ৩০ মার্চ ২০২২ | ২:১৭ অপরাহ্ণ
লিওনেল মেসিকে টপকে লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের সর্বোচ্চ গোলদাতা এখন লুইস সুয়ারেজ। আজ বুধবার ভোরে চিলিকে ২-০ গোলের হারানোর ম্যাচে দুর্দান্ত বাই সাইকেল শটে একটি গোল করেন সুয়ারেস। ম্যাচ শেষে এই গোলকে ‘বিশেষ’ বলে উল্লেখ করেছেন এই উরুগুয়েন ফরোয়ার্ড।
দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ের ৬২ ম্যাচে সুয়ারেজের গোল সংখ্যা এখন ২৯।
আর ৬০ ম্যাচে মেসির ২৮। আজ ভোরে চিলির সঙ্গে ১-১ গোলে ড্র’য়ের ম্যাচে গোলের দেখা পাননি মেসি। তবে সুযোগ কাজে লাগিয়ে মেসিকে ছাড়িয়ে গেলেন সুয়ারেজ। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন লুইস সুয়ারেজ, ‘স্পেশাল রাত, স্পেশাল ম্যাচ, স্পেশাল জার্সি এবং গোল। ‘
লাতিন অঞ্চলের বাছাইয়ে তৃতীয় হয়ে কাতার বিশ্বকাপে অংশ নেওয়া নিশ্চিত করেছে উরুগুয়ে।