- আজ শুক্রবার
- ২৬শে বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ৯ই মে ২০২৫ খ্রিস্টাব্দ
- ৮ই জিলকদ ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ৩০ মার্চ ২০২২ | ২:৩৪ অপরাহ্ণ
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) গতরাতের ম্যাচে রাজস্থান রয়্যালসের কাছে ৬১ রানে হেরেছে সানরাইজার্স হায়দরাবাদ। সেই হারের দুঃখ না কাটতেই হায়দরাবাদের অধিনায়ক কেন উইলিয়ামসন পেলেন দুঃসংবাদ। স্লো ওভার রেটের কারণে তাঁকে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে।
রাজস্থানের বিপক্ষে ম্যাচে নির্ধারিত সময়ে বোলিং শেষ করতে পারেনি হায়দরাবাদ।
আইপিএলের নিয়ম অনুযায়ী তাই অধিনায়ককে করা হয়েছে জরিমানা। আইপিএলের আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, ‘২৯ মার্চ পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের বিপক্ষে আইপিএলে ম্যাচে স্লো ওভার রেটের কারণে সানরাইজার্স হায়দরাবাদকে জরিমানা করা হয়েছে। ’
এই মৌসুমে প্রথমবার স্লো ওভার রেটের কারণে ন্যূনতম শাস্তি হিসেবে উইলিয়ামসনকে ১২ লাখ রুপি জরিমানা করার কথা বলা হয়েছে ওই বিবৃতিতে। এবারের আইপিএলে উইলিয়ামসন প্রথম নয়, মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মাও কদিন আগে একই অপরাধে জরিমানা গুনেছেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |
৩১ |