- আজ রবিবার
- ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০২ এপ্রিল ২০২২ | ৫:১৪ অপরাহ্ণ
লাঞ্চের আগের সময়টা দারুণ খেলছিলেন লিটন দাস। কিন্তু প্রথম সেশনের বিরতির পর মাঠে ফিরতেই খেই হারালেন এই উইকেটকিপার ব্যাটার। লাঞ্চ থেকে ফিরে দ্বিতীয় বলেই আউট হয়ে গেছেন তিনি।
আজ (শনিবার) ডারবান টেস্টের তৃতীয় দিনে নেমেছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রকা। দ্বিতীয় সেশনের শুরুতেই আউট হয়ে গেছেন লিটন। তার বিদায়ে বাংলাদেশ হারায় ষষ্ঠ উইকেট। স্কোর ছিল ৮৩ ওভারে ৬ উইকেটে ১৯৫ রান। দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে করেছে ৩৬৭ রান।
টেস্ট ক্রিকেটে দারুণ সময় কাটাচ্ছেন লিটন। লাল বলের ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম করা এই ব্যাটার ডারবান টেস্টের প্রথম ইনিংসে জ্বলে উঠেছিলেন। চাপের মধ্যে ক্রিজে এসে চমৎকার ব্যাটিংয়ে হাঁটছিলেন হাফসেঞ্চুরির দিকে। তবে মাইলফলকটি ছোঁয়া হয়নি। মধ্যাহ্নভোজের বিরতি থেকে ফিরেই বিদায়ঘণ্টা বেজে যায় তার।
লিজাড উইরিয়ামসের বলে বোল্ড হয়ে ফিরেছেন লিটন। ফলে ৪১ রানে থামেন এই উইকেটকিপার। ৯২ বলের ইনিংসটি লিটন সাজান ৬ বাউন্ডারিতে। ফেরার আগে মাহমুদুল হাসান জয়ের সঙ্গে ষষ্ঠ উইকেটে গড়ে যান ৮২ রানের জুটি।
ডারবান টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনটা দারুণ কাটলো বাংলাদেশের। শুধুমাত্র তাসকিন আহমেদের উইকেটটি ছাড়া সবকিছুই ছিল সফরকারীদের। মাহমুদুল হাসান জয় ও লিটন দাসের চমৎকার ব্যাটিংয়ে লাঞ্চের আগের সময়টা নিজেদের করে নিয়েছে বাংলাদেশ।
দ্বিতীয় দিনের শেষ দিকে আউট হয়ে গেলেন মুশফিকুর রহিম। ওই অবস্থায় বিশেষজ্ঞ ব্যাটারকে না পাঠিয়ে নামানো হয়েছিল নাইটওয়াচম্যান তাসকিন আহমেদকে। মাহমুদুল হাসান জয়কে সঙ্গে করে তৃতীয় দিনের খেলা শুরু করেছিলেন তিনি। যদিও বেশিদূর যেতে পারেননি তাসকিন।
দ্বিতীয় দিনে বাংলাদেশের হারানো ৪ উইকেটের সবক’টি নিয়েছিলেন সিমন হারমার। তবে তৃতীয় দিনে বাংলাদেশের হারানো প্রথম উইকেটটি এই স্পিনারের নয়। লিজাড উইলিয়ামসের শিকার হয়েছেন তাসকিন। এই পেসারের বলে উইয়ান মুল্ডারের হাতে ধরা পড়েছেন তিনি। ফেরার আগে তাসকিন ১০ বলে করেন ১ রান।
তাসকিন দ্রুত ফিরে যাওয়ার পর দলের হাল ধরেছেন জয় ও লিটন দাস। তাদের ব্যাটে এগিয়ে চলেছে সফরকারীরা। জয় তুলে নিয়েছেন তার টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় হাফসেঞ্চুরি। ১৭০ বলে ফিফটি পূরণ করেন এই ওপেনার। এখন হাঁটছেন সেঞ্চুরির পথে। লাঞ্চ বিরতির আগে জয় অপরাজিত ৮০ রানে। তাকে সঙ্গ দিয়ে যাওয়া লিটন ছিলেন ৪১ রানে অপরাজিত। ষষ্ঠ উইকেটে তারা অবিচ্ছিন্ন ছিলেন ৮২ রানে।