- আজ মঙ্গলবার
- ৯ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২২শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ২২শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৩ এপ্রিল ২০২২ | ৩:০১ অপরাহ্ণ
কৃষকদের আত্মহত্যার ঘটনার সুষ্ঠু তদন্ত ও আত্মহত্যায় প্ররোচনাকারীদের বিচারের দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী কৃষক দল।
আজ রবিবার (৩ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সভাপতি হাসান জাফির তুহিন এ কর্মসূচি ঘোষণা করেন।
কর্মসূচি হলো- ৬ এপ্রিল ঢাকায় প্রতিবাদ সমাবেশ। ৭ এপ্রিল জেলা ও মহানগরে মানববন্ধন ও বিক্ষোভ।
২৩ মার্চ রাজশাহীর গোদাগাড়ীর দেওপাড়া ইউনিয়নের নিমঘুটু গ্রামে ধানের জমিতে বিএমডিএর গভীর নলকূপের পানি না পেয়ে কীটনাশক পান করে দুই সাঁওতাল কৃষক অভিনাথ ও রবি মারান্ডি আত্মহত্যা করেন।
এর আগে ২ ফেব্রুয়ারি শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মানিকচাঁদপাড়া গ্রামে সেচপাম্প নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষের চাপে কৃষক শফিউদ্দিনের ফাঁসির মঞ্চ বানিয়ে আত্মহত্যার ঘটনা ঘটে।
সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম, আবুল খায়ের ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল প্রমুখ।