• আজ বুধবার
    • ২৪শে বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ৭ই মে ২০২৫ খ্রিস্টাব্দ
    • ৬ই জিলকদ ১৪৪৬ হিজরি

    রংপুর থেকে ঢাকায় বাস চলাচল বন্ধ

    রংপুর থেকে ঢাকায় বাস চলাচল বন্ধ

    গাজীপুর টিভি ডেস্ক | ০৫ এপ্রিল ২০২২ | ৩:২৯ অপরাহ্ণ

    পূর্বঘোষণা ছাড়াই বেতন-ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবিতে রংপুর থেকে ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন শ্রমিকরা। মঙ্গলবার (৫ এপ্রিল) সকাল ছয়টা থেকে এই কর্মবিরতি পালন করছেন তারা। হঠাৎ শুরু হওয়া এই কর্মবিরতিতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

    তবে সৌখিন, এনা, নাবিল ও শাহ ফতেহআলী পরিবহনের কিছু কিছু বাস চলাচল করতে দেখা গেছে। বেতন ভাতা পরিশোধ থাকায় কর্মবিরতি নেই তাদের শ্রমিকদের।

    শ্রমিকরা জানান, ঢাকায় তাদের কেন্দ্রীয় নেতাদের মধ্যস্ততায় মালিকপক্ষের সঙ্গে আলোচনা হওয়ার কথা রয়েছে। এরপরই সিদ্ধান্ত আসবে।

    শ্যামলি পরিবহনের হেলপার সোহেল রানা বলেন, অনেক গাড়ির মালিকরা তাদের শ্রমিকদের পর্যাপ্ত মজুরি দিলেও আমরা তা পাই না। দীর্ঘদিন ধরে দাবির বিষয়ে জানানো হলেও তা বাস্তবায়ন হয়নি। তাই বাধ্য হয়ে আমরা গাড়ি চালানো বন্ধ রেখেছি।

    তবে এই কর্মসূচির বিষয়টি পরিষ্কারভাবে জানেন না বলছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের রংপুর বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক এম এ মজিদ।

    এম এ মজিদ বলেন, মোটর শ্রমিক ইউনিয়ন থেকে কোনো ধর্মঘট ডাকা হয়নি। মূলত মালিকপক্ষের নির্দেশে একটি পক্ষ বাস চলাচল বন্ধ রেখেছে।

    কারা এভাবে বারবার অঘোষিত ধর্মঘট ডাকে তা খুঁজে বের করারও দাবি জানান এই শ্রমিক নেতা।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১