- আজ সোমবার
- ৮ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২১শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ২১শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৯ এপ্রিল ২০২২ | ৫:৫৮ অপরাহ্ণ
সিলেট সদর উপজেলার খাদিমনগরে বিরোধপূর্ণ জমিতে ধান কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিজাম উদ্দিন (৪৫) নামের এক পল্লী চিকিৎসক নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত ২০ জন।
আজ শনিবার (৯ এপ্রিল) ভোর ৬টার দিকে উপজেলার খাদিমনগর ইউনিয়নের সাহেবের বাজার ঘোড়ামারা গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে। নিহত নিজাম উপজেলার ঘোড়ামারা গ্রামের মৃত বশির উদ্দিনের ছেলে।
পুলিশ এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন আজিজুর রহমান (৪২), মকবুল মিয়া (৪১), সামছুল আলম (৪৩) এবং ছয়ফুল আলম (৪০)।
জানা গেছে, সাহেবের বাজারের ঘোড়ামারা গ্রামে দুই একর জমি নিয়ে পল্লী চিকিৎসক নিজাম উদ্দিন ও একই গ্রামের নয়ন মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শনিবার ভোরে বিরোধপূর্ণ ওই জমিতে ধান কাটা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়। আহত হন নিজাম উদ্দিনও। তাকে গুরুতর আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সিলেট মহানগরের বিমানবন্দর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির বলেন, সাহেবের বাজার এলাকার সাতগাছি হাওরে দুই একর জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। সেই বিরোধপূর্ণ জমিতে ধান কাটা নিয়ে শনিবার সকালে দুই পক্ষের লোকেরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় পল্লী চিকিৎসক নিজাম উদ্দিন নিহত হন।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।