- আজ বৃহস্পতিবার
- ১লা জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
- ১৫ই মে ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৪ই জিলকদ ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১০ এপ্রিল ২০২২ | ২:৫১ অপরাহ্ণ
কক্সবাজারের টেকনাফে পুলিশ অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা, সাড়ে ৪ কেজি গাঁজা ও ৪টি মোবাইল ফোনসহ চারজনকে আটক করেছে। আজ রবিবার ভোরে টেকনাফ পৌরসভার ৯নং ওয়ার্ড কুলাল পাড়া এলাকায় পুলিশ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
আটকৃতরা হলেন- টেকনাফ পৌরসভা ৯নং ওয়ার্ডের কুলাল পাড়ার মৃত মোক্তারের মেয়ে সনজিদা বেগম প্রকাশ পাতুলী (৩০), একই এলাকার সোনা আলীর মেয়ে ফিরোজা বেগম (২০), একই এলাকার মৃত নুর ইসলামের ছেলে সাইফুল ইসলাম প্রকাশ গিরিল (২৮) ও সদর ইউনিয়নের নতুন পল্লান পাড়ার ইমাম হোছনের মো. মিজান (২০)। টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রবিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ মডেল থানার এসআই সজীব ও এসআই হোসাইনের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স পৌরসভার ৯নং ওয়ার্ড কুলালপাড়ার আটক আসামি সনজিদা বেগমের বসতঘরের মেঝে থেকে তল্লাশী চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা, সাড়ে ৪ কেজি গাঁজা ও ৪টি মোবাইল ফোনসহ চারজনকে আটক করতে সক্ষম হয়।
তিনি আরও বলেন, উদ্ধার ইয়াবা, গাঁজা ও মোবাইল ফোনের আনুমানিক মূল্য ৬ লাখ ৫৪ হাজার ৫০০ টাকা। আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে কক্সবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।