- আজ সোমবার
- ৮ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২১শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ২১শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১০ এপ্রিল ২০২২ | ৩:১৩ অপরাহ্ণ
লক্ষ্মীপুরের মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার সময় জেলে ও নৌ পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আমীর হোসেন নামে এক জেলে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় ৪ পুলিশসহ ৫ জন আহত হন।
আজ রবিবার ভোরে সদর উপজেলার মজু চৌধুরীর হাট এলাকার মেঘনা নদীতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় ১০ জেলেকে আটক করেছে পুলিশ। নিহত আমীর হোসেন ভোলা সদরের কুতুবপুরা গ্রামের বাসিন্দা মতলব রাড়ির ছেলে।
নৌ পুলিশ ও স্থানীয়রা জানায়, জাটকা সংরক্ষনে মেঘনায় দুই মাস মাছ ধরা বন্ধের সরকারি নিষেধাজ্ঞা চলছে। নিষেধাজ্ঞা বাস্তবায়নে শনিবার (৯ এপ্রিল) রাতে নৌ পুলিশ নদীতে অভিযানে নামে। ভোর রাতে টহল পুলিশ ঘটনাস্থল এলাকায় পৌঁছালে ৫-৬ টি মাছ ধরার জেলেদের নৌকা তাদের ঘেরাও করে ফেলে। এসময় ৫০/৬০ জন জেলে পুলিশের উপর অতর্কিত হামলা চালায়। এসময় ইট-পাটকেল (জালের কাঠি) নিক্ষেপ করে পুলিশের উপর। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ গুলি চালায়। এতে আমীর হোসেন নামে এক জেলে গুলিবিদ্ধ হয়ে আহত হন। এ ঘটনায় আহত হন পুলিশ সদস্য জহিরুল ইসলাম, মহসীন, আনোয়ার, মোবারক ও পুলিশের স্পীড বোর্ডের চালকসহ ৫ জন। পরে আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে গুলিবিদ্ধ জেলেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর সকালে সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
এব্যাপারে নৌ পুলিশের চাঁদপুর অঞ্চলের এসপি কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে এক জেলে নদীতে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসাধীন অবস্রথায় মারা যায় সে। হামলায় ৪ পুলিশ সদস্য ও পুলিশের স্পিডবোটের চালক আহত হন। এ ঘটনায় ১০ জনকে আটক করা হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।