• আজ রবিবার
    • ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    মাস খানেকের জন্য দেশে ফিরছেন শাকিব খান

    মাস খানেকের জন্য দেশে ফিরছেন শাকিব খান

    গাজীপুর টিভি ডেস্ক | ১০ এপ্রিল ২০২২ | ৪:০২ অপরাহ্ণ

    গত নভেম্বরে মার্কিন মুলুকে গিয়েছেন ঢাকাই ছবির শীর্ষ তারকা শাকিব খান। দেশটির গ্রিন কার্ডসহ নানা কাজে এরপর আর বাংলাদেশে ফেরেননি। অবশেষে তিনি ফিরছেন।

    আগামী ২৫ এপ্রিল তার দেশে ফেরার কথা। সব ঠিক থাকলে পাঁচ মাস পর ফিরছেন এই তারকা। বিষয়টি নিশ্চিত করেছেন আমেরিকা প্রবাসী শাকিব খানের এক ঘনিষ্ঠজন।

    তবে দেশে বেশিদিন থাকবেন না শাকিব। মাস খানেক অবস্থান করার পর ফের জুনে যুক্তরাষ্ট্রে উড়াল দেবেন এই নায়ক।

    সেই সফরও দীর্ঘ হবে। কারণ জুনের শেষে ‘রাজকুমার’ সিনেমার শুটে অংশ নিতে হবে তাকে। এছাড়াও জুলাইয়ে রয়েছে বঙ্গ সম্মেলন। যার শুভেচ্ছাদূত শাকিব।

    এছাড়া ‌‘রাজকুমার’র শুটিং চলবে আগস্ট পর্যন্ত। এরপর ডাবিং ও প্রচারণায় অংশ নেবেন শাকিব। আর বছর শেষে বড়দিন উপলক্ষে ছবিটি মুক্তি পাবে। সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে দেখা যাবে মার্কিন নায়িকা কোর্টনি কফিকে।

    উল্লেখ্য, শাকিব খান গত ২৮ মার্চ নিজের ৪৩তম জন্মদিনে ‘রাজকুমার’ সিনেমার ঘোষণা দিয়েছেন। এই সিনেমার মাধ্যমে দীর্ঘ পাঁচ বছর পর ছবি নির্মাণে ফিরছেন হিমেল আশরাফ। নিউইয়র্কের ওয়ার্ল্ড ফেয়ার মারিনা কনভেনশন হলে জমকালো আয়োজনে সিনেমাটির মহরত হয়।

    শাকিব খানের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ব্যানারে নির্মিত ছবিটির সহপ্রযোজক জাকারিয়া মাসুদ ও কাজী রিটন।

    এদিকে, গতকাল (৯ এপ্রিল) রাতে ইউটিউব ও ফেসবুকে অবমুক্ত হয়েছে শাকিব খান-পূজা চেরী অভিনীত নতুন ছবি ‘গলুই’র গান। এর শিরোনাম ‘জমবে মেলা’। গানটির সুর-সংগীত ও কণ্ঠে আছেন হাবিব ওয়াহিদ। তার সঙ্গে গেয়েছেন জেরিন। গানটি লিখেছেন ছবির পরিচালক এস এ হক অলিক। আগামী রোজার ঈদে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০