- আজ সোমবার
- ৩০শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
- ১৪ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৬ই মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১১ এপ্রিল ২০২২ | ২:৩৯ অপরাহ্ণ
নরসিংদীর রায়পুরায় বড় ভাইরে হাতে ছোট ভাই খুন হয়েছেন। দুই ভাইয়ের মধ্যে বৈদ্যুতিক মিটার নিয়ে দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, শফিকুল ইসলামকে (২৫) বাড়ির কাঁঠাল গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে হত্যা করে আপন বড় ভাই।
আজ সোমবার দিবাগত রাত ২টার দিকে রায়পুরার হাইরমারা ইউনিয়নের দড়ি হাইরমারা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শফিকুল ও অভিযুক্ত মোতালিব ওই গ্রামের মৃত মুর্শেদ মিয়ার ছেলে। শফিকুল মনিপুরা বাজারে কুলির কাজ করতো।
পুলিশ ও নিহতের স্বজনরা জানিয়েছেন, নিহতের বড় ভাই মোতালিব টাকার বিনিময়ে মানুষের জমিতে মটরে পানি দেওয়ার কাজ করতো। পানির আর মটর চালানোর জন্য সে পল্লী বিদ্যুতের অবৈধ্য লাইন ব্যবহার করে আসছিল। এর আগে ওই মিটার থেকে শফিকুল বিদ্যুৎ ব্যবহার করতো। কিছুদিন আগে মোতালিব পল্লী বিদ্যুতের লোকজনের ভয়ে মিটারটি সরিয়ে অন্যত্র স্থাপন করেন। যার ফলে শফিকুল আর তার ঘরে বিদ্যুৎ ব্যবহার করতে পারছিল না। তাই শফিক ক্ষুব্ধ হয়ে বড় ভাই মোতালিবের নামে পল্লী বিদ্যুৎ অফিসে অভিযোগ দায়ের করেন। তার প্রেক্ষিতে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ গতকাল লাইনটি বিচ্ছিন্ন করে দেয়। এতে শফিকুলের উপর ক্ষুব্ধ হয় বড় ভাই মোতালিব।
এরই মধ্যে শফিকুল রাতে বাড়ি আসলে তাকে ধরে এনে বাড়ির উঠানের কাঁঠাল গাছের সঙ্গে বেঁধে ফেলেন। পরে তাকে পিটাতে থাকে। এতে সে জ্ঞান হারিয়ে ফেলে। পরে সকালে বাড়ির উঠানে শফিকুলের মরদেহ দেখতে পায়। খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তে জন্য লাশ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
আমিরগঞ্জ পুলিশ ফাড়িঁর ইনর্চাজ এসআই ফরিদ জানান, মূলত অবৈধ বিদ্যুতের লাইন ব্যবহারের মিটার নিয়ে দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে। নিহতের শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। অভিযুক্ত গ্রেফতারে পুলিশ অভিযান শুরু হয়েছে।