• আজ সোমবার
    • ৮ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২১শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২০শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    সড়কে দাঁড়িয়ে থাকা মিনিট্রাকে ধাক্কা, পিকআপ চালক নিহত

    সড়কে দাঁড়িয়ে থাকা মিনিট্রাকে ধাক্কা, পিকআপ চালক নিহত

    গাজীপুর টিভি ডেস্ক | ১২ এপ্রিল ২০২২ | ৪:১১ অপরাহ্ণ

    বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার নাটিয়াপাড়া নামকস্থানে মঙ্গলবার ভোরে আবু বকর সিদ্দিক (৩০) নামে গরুবাহী পিকআপ ভ্যানের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় গরুর মালিক আহত হয়েছেন। নিহত আবু বকর নওগাঁ জেলার বাসিন্দা।

    গোড়াই হাইওয়ে থানার সার্জেন্ট শাকিল আহমেদ জানান, মঙ্গলবার ভোর ৪টার দিকে নাটিয়াপাড়া নামকস্থানে ঢাকা যাওয়ার জন্য একটি মিনিট্রাক সড়কের পাশে দাঁড়িয়েছিল। এদিকে নওগাঁ থেকে ছেড়ে আসা গরুবাহী একটি পিকআপ ভ্যান ঘটনাস্থলে পৌঁছে দাঁড়িয়ে থাকা মিনিট্রাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যান চালক আবু বকর সিদ্দিক নিহত হন। গুরুতর আহত হন পিকআপ ভ্যানে থাকা গরুর মালিক শাহিন প্রামাণিক। পরে তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

    তিনি আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে গোড়াই হাইওয়ে থানায় রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০