• আজ সোমবার
    • ৮ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২১শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২০শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    ময়মনসিংহে ৭৫ গাঁজার গাছসহ চাষি গ্রেফতার

    ময়মনসিংহে ৭৫ গাঁজার গাছসহ চাষি গ্রেফতার

    গাজীপুর টিভি ডেস্ক | ১৩ এপ্রিল ২০২২ | ৩:১৪ অপরাহ্ণ

    ময়মনসিংহের ত্রিশালে ৭৫টি গাঁজার গাছসহ আব্দুল মতিন মণ্ডল (৪৩) নামের এক চাষিকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বুধবার (১৩ এপ্রিল) বেলা ১১টার দিকে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

    গ্রেফতার আব্দুল মতিন মণ্ডল উপজেলার রামপুর ইউনিয়নে বীররামপুর উজানপাড়া গ্রামের মৃত রজব আলী মণ্ডলের ছেলে।

    ত্রিশাল থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় ৭৫টি গাঁজার গাছসহ আব্দুল মতিন মণ্ডলকে গ্রেফতার করা হয়।

    তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুল মতিন মণ্ডল নিজে গাঁজা বিক্রি ও সেবনের কথা স্বীকার করেন। গত বছরও তিনি নিজের জমিতে গাঁজা চাষ করেছিলেন। সেই গাঁজা গাছের বিচি থেকে এবার বড় পরিসরে চাষ করেন।

    এ বিষয়ে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। আব্দুল মতিন মণ্ডলের বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০