• আজ সোমবার
    • ৮ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২১শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২০শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    বকেয়া বেতনের দাবিতে নারায়ণগঞ্জে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

    বকেয়া বেতনের দাবিতে নারায়ণগঞ্জে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

    গাজীপুর টিভি ডেস্ক | ১৩ এপ্রিল ২০২২ | ৩:১৫ অপরাহ্ণ

    নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বকেয়া বেতনের দাবিতে আদমজী ইপিজেডের বেকা গার্মেন্ট অ্যান্ড টেক্সটাইলের শ্রমিকরা বিক্ষোভ করছেন। আজ বুধবার (১৩ এপ্রিল) সকাল ৮টা থেকে এই কর্মসূচি পালন করছেন তারা।

    আন্দোলনরত শ্রমিকরা বলেন, ‘আমাদের বেতন বকেয়া আছে। কারও তিন মাসের কারও দুই মাসের। তবে তিন মাসের বকেয়া বেতন সবচেয়ে বেশি। এই অবস্থায় আজকে আমাদের বেতন বুঝিয়ে দেওয়ার কথা বলেছিল মালিকপক্ষ। কিন্তু তারা কেউ আসেনি। আমাদের বেতনের টাকা দেয়নি। উল্টো প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দিয়েছে।’

    তারা জানান, সকাল থেকে শান্তিপূর্ণভাবে আন্দোলন চলছে। বকেয়া বেতন আদায় না হওয়া পর্যন্ত তারা বাড়ি ফিরে যাবেন না।

    মোহাম্মদ হোসেন নামে এক শ্রমিক বলেন, ‘তিন মাস ধরে বেতন আটকে রেখেছে। আজ আমাদের বেতন দেওয়ার কথা ছিল। কিন্তু আজ এসে দেখি গার্মেন্টে তালা ঝুলছে। এ কারণে আমরা আন্দোলন করছি।’

    নারায়ণগঞ্জ শিল্প পুলিশের (অঞ্চল ৪) পুলিশ সুপার আসাদুজ্জামান জানান, বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা বিক্ষোভ করেছেন। এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

    তিনি আরও জানান, মালিকপক্ষের সঙ্গে দুপুরে যোগাযোগ করা হয়েছে। তারা ঘটনাস্থলে আসছেন। আশা করছি এর সুষ্ঠু সমাধান হবে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০