- আজ রবিবার
- ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ২০শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১৩ এপ্রিল ২০২২ | ৩:৪৫ অপরাহ্ণ
অস্ট্রেলিয়ার নতুন হেড কোচ হিসেবে পূর্ণাঙ্গ মেয়াদে দায়িত্ব দেওয়া হয়েছে দেশটির সাবেক পেস বোলিং অলরাউন্ডার অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডকে। আগামী চার বছরের জন্য স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, প্যাট কামিন্সের গুরু হিসেবে কাজ করবেন ৪০ বছর বয়সী এ কোচ।
জাস্টিন ল্যাঙ্গারের পদত্যাগের পর গত ফেব্রুয়ারিতে অন্তর্বর্তী কোচ হিসেবে কাজ শুরু করেছিলেন ম্যাকডোনাল্ড। তার অধীনেই পাকিস্তান সফরে গিয়ে ১-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতেছে অসিরা। একই সফরে একমাত্র টি-টোয়েন্টি জেতার পাশাপাশি বিশ্বকাপ সুপার লিগেও ১০ পয়েন্ট পেয়েছে অসিরা।
প্রাথমিক দায়িত্বে উৎরে যাওয়ার পর আজ (বুধবার) সকালে ম্যাকডোনাল্ডকে কোচ হিসেবে নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।