- আজ সোমবার
- ৩০শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
- ১৪ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৬ই মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১৪ এপ্রিল ২০২২ | ৩:৪১ অপরাহ্ণ
বাংলা নববর্ষ উপলক্ষে সকালে শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রাটি উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আতিউর রহমান আতিক।
এসময় শেরপুর জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ, পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী, পৌর মেয়র গোলাম কিবরিয়া লিটনসহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকতা, জনপ্রতিনিধি, আওয়ামী লীগ নেতৃবৃন্দ, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।
শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শেষ করা হয়। পরে সেখানে নববর্ষের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।