- আজ মঙ্গলবার
- ৩০শে বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ১৩ই মে ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৩ই জিলকদ ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১৪ এপ্রিল ২০২২ | ৪:০৮ অপরাহ্ণ
পাঞ্জাব কিংসের কাছে হারের পর এবার বড় অঙ্কের জরিমানা হলো মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মার। মন্থর বোলিংয়ের জন্য ২৪ লাখ রুপি জরিমানা করা হয়েছে রোহিতকে। এর আগে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নির্দিষ্ট সময়ে নিজেদের ২০ ওভার শেষ করতে না পারায় ১২ লাখ রুপি জরিমানা হয়েছিল তার।
দ্বিতীয় বার একই অপরাধ হওয়ায় জরিমানা দ্বিগুণ হয়েছে। এর পরে ফের একই ঘটনা ঘটলে এক ম্যাচের জন্য নির্বাসিত করা হতে পারে রোহিতকে। শুধু রোহিত নন, মুম্বাইয়ের বাকি ক্রিকেটারদেরও জরিমানা করা হয়েছে।
আইপিএলের পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়, ‘আইপিএলের নিয়মবিধি অনুযায়ী দ্বিতীয় বার মুম্বাই ইন্ডিয়ান্স এই অপরাধ করল। তাই দলের অধিনায়ক রোহিতকে ২৪ লাখ রুপি জরিমানা করা হয়েছে। প্রথম একাদশে থাকা বাকি ক্রিকেটারদের ৬ লাখ রুপি করে জরিমানা করা হয়েছে।’
এবারের আইপিএলে এখন পর্যন্ত জয়ের মুখ দেখেনি পাঁচবারের চ্যাম্পিয়নরা। পর পর পাঁচ ম্যাচে হারতে হয়েছে তাদের। বুধবার টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন রোহিত। প্রথমে ব্যাট করে ১৯৮ রান করে পাঞ্জাব। জবাবে ১৮৬ রানে শেষ হয় মুম্বাইয়ের ইনিংস। ১২ রানে ম্যাচ হারে তারা।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |
৩১ |