- আজ রবিবার
- ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ২০শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১৬ এপ্রিল ২০২২ | ৫:০৮ অপরাহ্ণ
আইপিএলের চলতি মৌসুমে এখনও জয়ের স্বাদ পাওয়া হয়নি টুর্নামেন্টের ইতিহাসের সফলতম দল মুম্বাই ইন্ডিয়ান্সের। পাঁচ ম্যাচ খেলে প্রতিটিতেই হেরেছে তারা। আজ প্রথম জয়ের খোঁজে আসরের নবাগত দল লখনৌ সুপার জায়ান্টসের মুখোমুখি তারা।
মুম্বাইয়ের ব্রাবোর্ন স্টেডিয়ামে নিজেদের ষষ্ঠ ম্যাচে টস জিতে লখনৌকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন মুম্বাই অধিনায়ক রোহিত শর্মা। নিজেদের একাদশে একটি করে পরিবর্তন এনেছে দুই দলই। প্রথমবারের মতো মুম্বাইয়ের জার্সিতে খেলতে নামছেন ফাবিয়ান অ্যালেন।
এখন পর্যন্ত খেলা পাঁচ ম্যাচে তিন জয় পেয়েছে লখনৌ। আজকের ম্যাচে জিতলে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ওঠার সুযোগ থাকছে তাদের সামনে। অন্যদিকে হেরে গেলে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো প্রথম ছয় ম্যাচে হারের রেকর্ড হবে মুম্বাইয়ের।
লখনৌ সুপার জায়ান্টস একাদশ: লোকেশ রাহুল (অধিনায়ক), কুইন্টন ডি কক, মার্কাস স্টয়নিস, দীপক হুদা, আয়ুশ বাদোনি, জেসন হোল্ডার, ক্রুনাল পান্ডিয়া, মানিশ পান্ডে, আভেশ খান, দুশমন্ত চামিরা, রবি বিষ্ণুই।
মুম্বাই ইন্ডিয়ান্স একাদশ: ইশান কিশান (উইকেটরক্ষক), রোহিত শর্মা (অধিনায়ক), সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, ডেয়াল্ড ব্রেভিস, কাইরন পোলার্ড, টাইমাল মিলস, মুরুগান অশ্বিন, ফাবিয়ান অ্যালেন, জয়দেব উনাদকাত, জাসপ্রিত বুমরাহ।