- আজ বুধবার
- ১০ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২৩শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ২২শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১৭ এপ্রিল ২০২২ | ২:৪২ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনা অঙ্গরাজ্যের কলাম্বিয়া শহরে একটি শপিংমলে গোলাগুলির ঘটনায় ১৪ জন আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (১৬ এপ্রিল) দুপুরে এই ঘটনা ঘটে।
আহতদের মধ্যে গুলিবিদ্ধ হয়েছেন ১০ জন এবং তাদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। গুলি করার দায়ে পুলিশ ইতোমধ্যে ২২ বছর বয়সি এক যুবককে গ্রেফতার করেছে বলে জানা গেছে।
কলম্বিয়ার পুলিশ প্রধান উইলিয়াম হলব্রুক বলেছেন, কলম্বিয়ানা সেন্টার মলে গুলির ঘটনাটি সন্ত্রাসী হামলা নয়। আগে থেকেই একে অপরকে চেনেন এমন একদল সশস্ত্র ব্যক্তির মধ্যে ওই সংঘর্ষ হয়েছে।
তিনি আরও বলেন, গোলাগুলির প্রকৃত কারণ এখন পর্যন্ত জানা যায়নি। এ ঘটনায় কোনো প্রাণহানি হয়নি। তবে ১০ জন বন্দুকের গুলিতে আহত হয়েছেন এবং তাদের মধ্যে আটজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এর মধ্যে দুইজনের অবস্থা গুরুতর হলেও স্থিতিশীল অবস্থায় রয়েছে।