- আজ রবিবার
- ৫ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
- ২০শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ২৩শে মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১৮ এপ্রিল ২০২২ | ৩:৩২ অপরাহ্ণ
করোনার হানায় বড় ধরনের আতঙ্কের মুখে মোস্তাফিজুর রহমানদের দিল্লি ক্যাপিটালস। দলটির ফিজিও আগেই করোনা পজিটিভ হয়ে আইসোলেশনে চলে গেছেন। নতুন করে করোনা পজিটিভ হয়েছেন আরও দুই জন। তার মধ্যে মোস্তাফিজদের এক বিদেশি সতীর্থও রয়েছেন। অপরজন সাপোর্ট স্টাফ।
নতুন সংক্রমণের ঘটনায় আজ দলটির মুম্বাই থেকে পুনে যাত্রা বাতিল করেছে দিল্লি। এই পরিস্থিতিতে পুরো দিল্লি দল কোয়ারেন্টিনে চলে গেছে। আজ ও কাল ডোর-টু-ডোর কোভিড টেস্টের পর জানা যাবে সর্বশেষ আপডেট।
টিম ফিজিও প্যাটট্রিক ফারহার্ট শুক্রবার করোনা পজিটিভ হন। যা এবারের আইপিএলে প্রথম কোভিড কেস। ফলে শনিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হারের পর প্রতিপক্ষের সঙ্গে হ্যান্ডশেক করেনি দিল্লির কেউ। কারণ, কর্তৃপক্ষ আগেই তাদের সতর্ক করে সামাজিক দূরত্ব বজায় রাখতে বলেছিল।
নতুন আক্রান্ত খেলোয়াড়টির করোনা পজিটিভ ধরা পড়ে র্যাপিড অ্যান্টিজেন টেস্টে। এখন আরও নিশ্চিত হওয়ার জন্য করা হবে পিসিআর টেস্ট।
এই অবস্থায় পাঞ্জাব কিংস ও দিল্লির ম্যাচ নিয়ে সংশয় দেখা দিয়েছে। বুধবার পুনেতে ম্যাচটি হওয়ার কথা। এখন পরবর্তী পদক্ষেপ নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা চলছে।
ঋষভ পান্তের নেতৃত্বাধীন দিল্লি পয়েন্ট টেবিলে খুব একটা স্বস্তিদায়ক অবস্থানে নেই। ৫ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে অবস্থান করছে আটে।