• আজ সোমবার
    • ৮ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২১শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২০শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    বৈশাখী ঝড়ে অটোরিকশার ওপর গাছ, বৃদ্ধ নিহত

    বৈশাখী ঝড়ে অটোরিকশার ওপর গাছ, বৃদ্ধ নিহত

    গাজীপুর টিভি ডেস্ক | ২০ এপ্রিল ২০২২ | ৪:০১ অপরাহ্ণ

    কুমিল্লার মুরাদনগর উপজেলায় বৈশাখী ঝড়ে সিএনজিচালিত অটোরিকশার ওপর গাছ পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

    আজ বুধবার সকাল ৮টার দিকে উপজেলার বাঙ্গরা বাজার থানার শ্রীকাইল ইউনিয়নের শলফা গ্রামে এ ঘটনা ঘটে।

    বিষয়টি নিশ্চিত করেছেন থানার উপপরিদর্শক (এসআই) রনি চৌধুরী।
    নিহত শিশু মিয়া (৬৫) বাঙ্গরা থানা এলাকার খোশঘর গ্রামের মৃত নায়েব আলীর ছেলে। আহতরা হলেন- অটোরিকশা চালক সবুজ এবং যাত্রী নার্গিস আক্তার, ফাতেমা বেগম ও শিশু মোহাম্মদ হাসান। চালকের বাড়ি পাশের রামচন্দ্রপুর ইউনিয়নের সরেরপাড়ে। আহত অন্যদের বাড়ি কোম্পানিগঞ্জ ও নবীনগর এলাকায় বলে জানা গেছে।

    শ্রীকাইল ইউনিয়ন পরিষদের সদস্য মো. জাহাঙ্গীর আলম জানান, সকাল ৮টার দিকে অটোরিকশা করে রামচন্দ্রপুর থেকে শ্রীকাইল যাচ্ছিলেন চালকসহ ওই পাঁচজন। এ সময় শলফা এলাকায় পৌঁছালে ঝড়ের মধ্যে একটি গাছ অটোরিকশার ওপর উপড়ে পড়ে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক শিশু মিয়াকে মৃত ঘোষণা করেন। গুরুতর তিনজনকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অন্যজন সেখানেই ভর্তি আছেন।

    এসআই রনি চৌধুরী বলেন, ঝড়ে উপড়ে পড়া গাছটি সড়ক থেকে সরানো হয়েছে। দুর্ঘটনা কবলিত অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

    এদিকে, কুমিল্লা আবহাওয়া অফিসের কর্মকর্তা ইসমাইল ভূঁইয়া জানান, বুধবার সকালে বৈশাখী ঝড়ের সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ৩টা থেকে বুধবার সকাল ৯টা পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৩০ মিলিমিটার। আরো ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০