- আজ রবিবার
- ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ২০শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২১ এপ্রিল ২০২২ | ৪:৩৩ অপরাহ্ণ
ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডানের জার্সিতে খেলার কথা ছিল সাকিব আল হাসানের। কিন্তু দলটি সুপার লিগে না উঠাতে খেলার সুযোগ হারাতে যাচ্ছিলেন তিনি। তবে মোহামেডান ছাড়পত্র দেওয়ায় সমস্যা হয়নি। আজ (বৃহস্পতিবার) মাশরাফি মুর্তজার দল লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে মাঠে নামার সুযোগ পেয়েছেন সাকিব। প্রায় এক মাসের বিরতি কাটিয়ে ফিরে বল হাতে সাফল্য পেয়েছেন তিনি। তবে ব্যর্থ হয়েছেন প্রাইম ব্যাংকের হয়ে প্রথম ম্যাচ খেলতে নামা তামিম ইকবাল।
বিকেএসপির চার নম্বর মাঠে মুখোমুখি হয়েছে রূপগঞ্জ-প্রাইম ব্যাংক। বৃষ্টির কারণে উইকেট কিছুটা ভেজা ছিল। বৃষ্টিভেজা মাঠে খেলা শুরু হতে দেরিও হয়। ৩৩ ওভারে নেমে আসা ম্যাচে টস হেরে আগে ব্যাটিংয়ের সুযোগ পায় প্রাইম ব্যাংক। এই ম্যাচ দিয়েই সাকিব-তামিম চলতি মৌসুমে প্রথমবার মাঠে নামেন। তামিম স্ট্রাইক পান দ্বিতীয় ওভারে। অন্যদিকে রূপগঞ্জ অধিনায়ক মাশরাফি চতুর্থ ওভারে বল তুলে দেন সাকিবের হাতে।
সাকিবের দ্বিতীয় বলেই আউট তামিম। একটু খাটো লেংথের বল পুল করতে চেয়েছিলেন বাঁহাতি ওপেনার। কিন্তু শর্ট মিড উইকেটে তানভীর হায়দারের দারুণ ক্যাচে মাত্র ৮ রান করে সাজঘরে ফিরে যান তিনি। এরপর মোহাম্মদ মিঠুনের সহজ ক্যাচ মিস না করলে উইকেট সংখ্যা আরও বাড়তো সাকিবের। বাঁহাতি স্পিনারের দ্বিতীয় শিকার নাসির হোসেন। দারুণ টার্নে নাসিরকে ইরফান শুক্কুরের ক্যাচ বানান সাকিব।
দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজ শেষে ক্রিকেটের বাইরে ছিলেন সাকিব। বুধবার সকালে দেশে ফিরে চলে আসেন মিরপুরে। হালকা জিম করেই নেমে পড়েন মাঠে। আর বৃহস্পতিবার সাকিবের পারফরম্যান্স দেখে মনেই হবে না প্রায় এক মাসের বেশি সময় তিনি ক্রিকেটের বাইরে ছিলেন। সব মিলিয়ে ৭ ওভারে ১৯ রান খরচায় সাকিবের শিকার ২ উইকেট।