- আজ বুধবার
- ১০ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২৩শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ২২শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২৩ এপ্রিল ২০২২ | ৪:৪২ অপরাহ্ণ
বিএনপি মনে করে, সীমাহীন দুর্নীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ সর্বক্ষেত্রে সরকারের ব্যর্থতার বিরুদ্ধে জনগণ যখন বিক্ষুব্ধ হয়ে উঠছে, তখন তাদের দৃষ্টি ভিন্ন দিকে প্রবাহিত করতে সরকার উদ্দেশ্যমূলকভাবে এই সংঘর্ষের ঘটনা ঘটিয়ে বিএনপিকে জড়াচ্ছে। আগের মতোই মামলার বেড়াজালে বিএনপির নেতাকর্মীদের বন্দী করার চক্রান্ত করছে সরকার।
আজ শনিবার (২৩ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে নিউমার্কেটের ঘটনা প্রসঙ্গে অবস্থান ব্যক্ত করে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। শুক্রবার (২২ এপ্রিল) দুপুরে অনুষ্ঠিত স্থায়ী কমিটির সভার সিদ্ধান্ত জানাতে এ বিজ্ঞপ্তি দেয় বিএনপি।
এতে উল্লেখ করা হয়, টানা দু’দিন নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে দুই জন নিহত ও সাংবাদিকসহ অনেকে আহত হওয়ার ঘটনায় বিএনপি গভীরভাবে উদ্বিগ্ন ও বিক্ষুব্ধ। সংঘর্ষের ঘটনায় দুই জন নিরীহ যুবক নাহিদ ও মুরসালিনের নিহত হওয়ায় গভীর শোক প্রকাশ করে তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিএনপি। নিহতদের পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন এবং আহত সাংবাদিক ও অন্যান্য ব্যক্তিদের আশু সুস্থতা কামনা করছে।
এতে আরও বলা হয়, এ ঘটনা প্রমাণ করেছে—দেশে আইন-শৃংখলা পরিস্থিতি কতটা নাজুক। পুলিশের উপস্থিতির মধ্যে ভয়াবহ হামলা, পাল্টা হামলা, মারাত্মক অস্ত্র-শস্ত্রে সজ্জিত সন্ত্রাসীরা হেলমেট পরে পিটিয়ে মানুষ মারছে অথচ পুলিশের নিষ্ক্রিয়—এসব বিষয় জনগণের মধ্যে সন্দেহের সৃষ্টি করেছে। নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় হেলমেটধারী প্রকৃত সন্ত্রাসীদের গ্রেফতার না করে বিএনপি নেতা মকবুলকে গ্রেফতার এবং ২৪ জন বিএনপি ও অঙ্গ সংগঠনর নেতার নাম উল্লেখ করে প্রায় ১২০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করায় বিএনপি তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করছে।
বিএনপি মনে করে, এই অবৈধ সরকার পুনরায় তাদের পুরনো খেলায় মেতে উঠেছে। টানা দুই দিনে সংঘর্ষ বন্ধ করতে না পারায় পুলিশের নিষ্ক্রিয়তা ও উদাসীনতাকে যখন জনগণ দায়ী করছে সেই সময় সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে নিরপরাধ বিএনপি নেতা মকবুলকে গ্রেফতার ও অন্যান্যদের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ নিজেদের ব্যর্থতা ও আওয়ামী সন্ত্রাসীদের আড়াল করার প্রচেষ্টা চালাচ্ছে।