• আজ রবিবার
    • ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    শেখ হাসিনাকে নিয়ে প্রামাণ্যচিত্র বানালেন সেলিম খান

    শেখ হাসিনাকে নিয়ে প্রামাণ্যচিত্র বানালেন সেলিম খান

    গাজীপুর টিভি ডেস্ক | ২৩ এপ্রিল ২০২২ | ৫:২০ অপরাহ্ণ

    গত বছর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে চলচ্চিত্র তৈরি করেছিলেন আলোচিত-সমালোচিত প্রযোজক সেলিম খান। ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’ নামের সেই ছবির পর এবার তিনি নির্মাণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে একটি প্রামাণ্য চলচ্চিত্র।

    ‘মৃত্যুঞ্জয়ী শেখ হাসিনা’ নামের এই চলচ্চিত্রে তুলে ধরা হবে, বিভিন্ন সময়ে শেখ হাসিনাকে যে হত্যাচেষ্টা করা হয়েছে, সে বিষয়গুলো।

    এর পাণ্ডুলিপি পরিকল্পনা, গ্রন্থনা ও পরিচালনা করেছেন সেলিম খান নিজেই। প্রযোজনায় শাপলা মিডিয়া। ইতোমধ্যে এর নির্মাণও শেষ বলে জানালো প্রতিষ্ঠানটি।

    সেলিম খান বলেন, ‘‘প্রধানমন্ত্রীকে নিয়ে এর আগে ১৯ বার যে হত্যাচেষ্টা হয়েছে, সেটাই এই চলচ্চিত্রের উপজীব্য। প্রতিবারই তিনি মৃত্যুকে জয় করে ফিরে এসেছেন। এ কারণে এর নাম রাখা হয়েছে ‘মৃত্যুঞ্জয়ী শেখ হাসিনা’। আমরা এটি সেন্সরে জমা দিয়েছি। আশা করি, দ্রুতই ছাড়পত্র পাবো। এটি আমি সারাদেশের মানুষকে দেখাতে চাই।’’

    তিনি আরও জানান, ছবিটি টেলিভিশন থেকে শুরু করে উপজেলা পর্যায় পর্যন্ত তিনি দেখাবেন প্রজেক্টরের মাধ্যমে।

    এদিকে, ছবি নির্মাণ করে আলোচিত হলেও রাজনৈতিকভাবে সমালোচিত সেলিম খান। বিভিন্ন গণমাধ্যমে তার বিরুদ্ধে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। নাম উঠেছে ‘বালু খেকো’! ডাক পড়েছে দুদকেও।

    অন্যদিকে, এসব বিতর্কের মাঝেও লাগাতার চলচ্চিত্র নির্মাণ করে চলেছেন চাঁদপুরের এই প্রযোজক। ঘোষণামাফিক চলছে তার ১০০ ছবি নির্মাণ কার্যক্রম। যেখানে ওপার বাংলার দেব, কৌশানি, বনিসহ অনেকেই কাজ করছেন।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০