- আজ সোমবার
- ৮ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২১শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ২০শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২৪ এপ্রিল ২০২২ | ৩:৩৯ অপরাহ্ণ
নোয়াখালীর হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসকের অবহেলায় সালাহ উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট চিকিৎসকসহ তিনজনকে বদলি করা হয়েছে।
আজ রবিবার (২৪ এপ্রিল) ভোর ৬টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে বিনাচিকিৎসায় তিনি মারা যান বলে অভিযোগ করেছেন স্বজনরা।
নিহত সালাহ উদ্দিন হাতিয়া উপজেলার তমরদ্দি ইউনিয়নের পূর্ব খিরোদিয়া গ্রামের বাসিন্দা।
নিহতের স্বজনরা জানান, রোববার সেহরি খাওয়ার পর সালাহ উদ্দিনের বুকে ব্যথা শুরু হয়। এসময় তাকে চিকিৎসার জন্য ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কিন্তু এক ঘণ্টার বেশি সময় ডাকাডাকি করেও জরুরি বিভাগে কোনো চিকিৎসক বা কাউকে পাওয়া যায়নি। পরে ভোর ৬টার দিকে এক চিকিৎসক এসে রোগীকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক দিপ্ত চন্দ্র কুরি, চিকিৎসকের সহকারী ইফতেখার উদ্দিন ও পরিচ্ছন্নতাকর্মী আশরাফ আলীকে অব্যাহতি দিয়ে ভাসানচরে বদলি করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নিজাম উদ্দিন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, সালাহ উদ্দিন হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। চিকিৎসায় অবহেলার প্রাথমিক প্রমাণ পেয়ে অভিযুক্ত তিনজনকে তাৎক্ষণিক হাসপাতাল থেকে অব্যাহতি দিয়ে ভাসানচরে বদলি করা হয়েছে।
ডা. মো. নিজাম উদ্দিন আরও বলেন, এ ঘটনার তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্য চিকিৎসক খাদিজা রহমান, মাহমুদুর রহমান ও চিকিৎসক সহকারী মানছুরুল হক একদিনের মধ্যে প্রতিবেদন জমা দিলে দোষীদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন বলেন, বিষয়টি কেউ থানাকে জানায়নি। খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।