- আজ বুধবার
- ১০ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২৩শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ২২শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২৪ এপ্রিল ২০২২ | ৩:৫৫ অপরাহ্ণ
বন্দুকধারীদের হামলা থেকে প্রাণে বেঁচে গেলেন ইরানের প্রভাবশালী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) একজন সামরিক জেনারেল। তবে হামলায় তার দেহরক্ষী নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে। আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, নিহত জেনারেল হোসেন আলমাসি সিস্তান-বেলুচিস্তান প্রদেশের আইআরজিসির কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন। কোনো ধরনের আঘাত ছাড়াই অতর্কিত আক্রমণ থেকে বেঁচে যান তিনি।
এদিকে ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা জানায়, জেনারেল হোসেইন আলমাসি অক্ষত আছেন ও হামলাকারীদের গ্রেপ্তার করা হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, একটি গাড়ি থেকে হোসেইন আলমাসির গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়। ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনী ঐ গাড়িটি আটক করতে সক্ষম হয়। এ সময় গাড়িতে চারজন সন্ত্রাসী ছিল, তাদের সবাইকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।