• আজ সোমবার
    • ৮ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২১শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২০শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    শিমুলিয়া ঘাটে বেড়েছে ব্যক্তিগত গাড়ির চাপ

    শিমুলিয়া ঘাটে বেড়েছে ব্যক্তিগত গাড়ির চাপ

    গাজীপুর টিভি ডেস্ক | ২৫ এপ্রিল ২০২২ | ৩:৪১ অপরাহ্ণ

    ঈদকে কেন্দ্র করে ঘুরমুখো মানুষের পুরোপুরি চাপ না পড়লেও যানবাহনের সংখ্যা তুলনামূলক বেড়েছে। ফেরি কম থাকায় অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘ সময়।

    আজ সোমবার (২৫ এপ্রিল) সকাল থেকে শিমুলিয়া ঘাটে ব্যক্তিগতসহ কয়েকশ’ গাড়ির উপস্থিতি দেখা যায়। একটি মিনি রোরো, দুটি মিডিয়াম ও দুটি ডাম্পসহ মোট সাতটি ফেরি দিয়ে এসব যানবাহন পর্যায় ক্রমে পার হচ্ছে।

    বিভিন্ন প্রয়োজনের পাশাপাশি ঈদ যাত্রায় ভোগান্তি এড়াতে অনেকে আগেভাগেই এ নৌরুটে গ্রামের পথে ছুটছেন। তবে যাত্রীরা বলছেন, ফেরির সংখ্যা কম থাকায় ঘাটে যানবাহন নিয়ে দীর্ঘ সময় তাদের অপেক্ষা করতে হচ্ছে।

    ঘাট সংশ্লিষ্টরা বলছেন, রাতে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি বন্ধ থাকায় সকালে যানবাহনের উপস্থিতি বেশি দেখা যায়। তবে দুপুর দিকে ঘাট অনেকটা যানবাহন শূন্য হয়ে পড়ে।

    শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) ফায়সাল আহমেদ বলেন, সকাল থেকে ব্যক্তিগত গাড়ির কিছুটা চাপ ছিল। তবে এখন স্বাভাবিক রয়েছে। ঘাটে ব্যক্তিগত ও হালকা যানবাহন মিলিয়ে পারের অপেক্ষায় শতাধিক গাড়ি রয়েছে। সাতটি ফেরিতে এসব যানবাহন পর্যায়ক্রমে পার করা হচ্ছে।

    এদিকে ফেরির পাশাপাশি দুই নৌরুটে ৮৭টি লঞ্চ ও ১৫৩ স্পিডবোট সচল রয়েছে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০