• আজ শনিবার
    • ২৭শে বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ১০ই মে ২০২৫ খ্রিস্টাব্দ
    • ৯ই জিলকদ ১৪৪৬ হিজরি

    সিদ্ধিরগঞ্জে শিশু রিমন হত্যায় গ্রেফতার ৪

    সিদ্ধিরগঞ্জে শিশু রিমন হত্যায় গ্রেফতার ৪

    গাজীপুর টিভি ডেস্ক | ২৫ এপ্রিল ২০২২ | ৩:৫৮ অপরাহ্ণ

    নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিশু জুনায়েদ হাছান রিমন (১০) হত্যাকাণ্ডে জড়িত চারজনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

    আজ সোমবার (২৫ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত পিবিআই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানানো হয়।

    গ্রেফতাররা হলেন- কিশোর (১৭), মো. আল-আমিন (৩৫), মো. আনোয়ার হোসেন বাবু (২৫) ও মানিক মিয়া (৪২)।

    সম্মেলনে নারায়ণগঞ্জ জেলা পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, গত ১৬ এপ্রিল বিকেলে শিশু রিমন বন্ধুদের সঙ্গে খেলাধুলার জন্য বাসা থেকে বের হয়ে আর ফেরেনি। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। পরদিন ১৭ এপ্রিল সকালে নয়ানগর এলাকার ধানক্ষেত থেকে রিমনের মরদেহ উদ্ধার করা হয়। ওইদিন রিমনের বাবা বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা করেন। দায়িত্ব পেয়ে পিবিআই ২৪ এপ্রিল চারজনকে গ্রেফতার করে।

    পিবিআইয়ের পুলিশ সুপার আরও বলেন, হত্যাকাণ্ডের দুদিন আগে গ্রেফতার আল-আমিনের ভাইয়ের ছেলের সঙ্গে রিমনের ঢিল ছোড়াকে কেন্দ্র করে বিবাদ হয়। ওই বিবাদ বড় পর্যায়ে চলে যায়। এ নিয়ে গ্রেফতার আল-আমিন ও তার আরেক কিশোর ভাইয়ের মধ্যে ক্ষোভ দেখা দেয়। ১৬ এপ্রিল ওই কিশোর ১ হাজার টাকার প্রলোভনে রিমনকে ধানক্ষেতের আইলে নিয়ে যায়। এ সময় আল-আমিন গামছা দিয়ে রিমনের মুখ চেপে ধরে আর তার ছোট ভাই ছুরি দিয়ে রিমনের গলায় উপর্যুপরি আঘাত করে। মামলার পরবর্তী তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১