- আজ বুধবার
- ১০ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২৩শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ২২শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২৮ এপ্রিল ২০২২ | ৪:২০ অপরাহ্ণ
গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র অধ্যাপক এম এ মান্নানকে বুধবার (২৭ এপ্রিল) রাতে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে রাতে লাইফ সাপোর্ট নেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বেলা ১২টার দিকে বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
তিনি জানান, পরিবার ও দল এম এ মান্নানের আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে।
৭২ বছর বয়স্ক বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী এম এ মান্নান দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় আছেন। গাজীপুর সিটি করপোরেশন মেয়র থাকার সময়ে ২০১৫ সালে বাসা থেকে গ্রেফতার হন তিনি। ২০১৭ সালে আদালত থেকে জামিনে মুক্তি পেয়েছিলেন।