• আজ সোমবার
    • ৮ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২১শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২০শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    বুড়িমারী স্থলবন্দর দিয়ে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ

    বুড়িমারী স্থলবন্দর দিয়ে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ

    গাজীপুর টিভি ডেস্ক | ২৮ এপ্রিল ২০২২ | ৪:৪৭ অপরাহ্ণ

    লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর দিয়ে ৩০ এপ্রিল থেকে সাতদিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।

    আজ বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দুপুরে বন্দরের কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট (সিঅ্যান্ডএফ) অ্যাসোসিয়েশনের সভাপতি ছায়েদুজ্জামান ছায়েদ বিষয়টি নিশ্চিত করেন।

    তিনি বলেন, পবিত্র শবে কদর, মে দিবস ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বুড়িমারী স্থলবন্দর কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট (সিঅ্যান্ডএফ) অ্যাসোসিয়েশনের সব সদস্যদের মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

    ছায়েদুজ্জামান ছায়েদ বলেন, ৭ মে (শনিবার) সকাল ৯টা থেকে যথারিতি নিয়মে আবারও আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

    বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশনের সব কার্যক্রম চালু থাকবে। এসময় দুই দেশের পাসপোর্ট যাত্রী যাতায়াত করতে পারবে।

    বুড়িমারী স্থলবন্দর কাস্টমস্ সহকারী কমিশনার (এসি) বুড়িমারী স্থলবন্দরে কাস্টমসের সহকারী কমিশনার জেএম আলী আহসান বলেন, ব্যবসায়ী ও পরিবহনে নিযুক্ত ব্যক্তিরা আমদানি-রপ্তানি না করলে বন্দরের কার্যক্রম বন্ধ হয়ে যায়।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০