• আজ বৃহস্পতিবার
    • ২৬শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
    • ১০ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১২ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

    টঙ্গীতে ছুরিকাঘাতে পোশাকশ্রমিক নিহত

    টঙ্গীতে ছুরিকাঘাতে পোশাকশ্রমিক নিহত

    গাজীপুর টিভি ডেস্ক | ২৮ এপ্রিল ২০২২ | ৪:৫৪ অপরাহ্ণ

    গাজীপুরের দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন। বুধবার (২৭ এপ্রিল) রাত সোয়া ৮টার দিকে মহানগরের টঙ্গী মরকুন টেকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

    নিহত আবুল কাশেম (৪৫) জামালপুর জেলার ইসলামপুর থানার তাপসী গ্রামের বাসিন্দা। তিনি সপরিবারে টঙ্গীর মরকুন টেকপাড়া এলাকায় ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন।

    নিহতের শ্যালক সোলায়মান জানান, রাত ৮টায় কারখানা ছুটির পর বাসায় ফেরার পথে টেকপাড়া হাউজিং সোসাইটির বালুর মাঠে কয়েকজন লোক আবুল কাশেমের গতিরোধ করে। এসময় দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আশপাশের লোকজন তাকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে স্বজনদের খবর দিলে ঘটনাস্থল থেকে তাকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    সোলায়মান বলেন, কিছুদিন আগে কারখানার এক শ্রমিকের বিরুদ্ধে এজিএমের কাছে বিচার দেন আমার দুলাভাই। ওই ঘটনায় অভিযুক্ত শ্রমিককে চাকরিচ্যুত করে কারখানা কর্তৃপক্ষ। হয়তো সে ঘটনার জেরেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে।

    শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নুরুন্নাহার জান্নাত বলেন, হাসপাতালে আনার আগেই ওই পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। তার বুকের ওপর, পেটের নিচের অংশ ও পিঠে গভীর জখমের চিহ্ন রয়েছে।

    গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (অপরাধ) মোহাম্মদ ইলতুৎমিশ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ দেখে দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে।

    তিনি আরও বলেন, নিহতের মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১