- আজ শুক্রবার
- ৩রা শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
- ১৮ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ২১শে মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৯ মে ২০২২ | ২:৪০ অপরাহ্ণ
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘১৩ বছর ধরে বিনা ভোটে ক্ষমতায় আছেন। এবার মেহেরবানি করে নামেন। এই সরকারের অধীনে কেউ নির্বাচনে যাবে না। যারা এই সরকারের অধীনে নির্বাচনে যাবে, তারা জাতীয় বেঈমান।’
আজ রবিবার রাজধানীর পুরনো পল্টনের জামান টাওয়ারে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের এক আলোচনা ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া, সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর, ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু প্রমুখ এতে বক্তব্য দেন।
মান্না বলেন, ‘একটু ভালো থাকার জন্য প্রবাসীদের দাবি খুব বেশি নয়। কিন্তু আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় আছে ততদিন এ দাবি আদায় হবে না। আমরা যারা আছি, প্রবাসীদের দাবি নিয়ে প্রয়োজনে রাজপথে নামব।’