• আজ রবিবার
    • ২৯শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
    • ১৩ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৫ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

    ঈদের নামাজে এসে ১৩ মোবাইলফোন চুরি, তিন চোর গ্রেফতার

    ঈদের নামাজে এসে ১৩ মোবাইলফোন চুরি, তিন চোর গ্রেফতার

    গাজীপুর টিভি ডেস্ক | ০৯ মে ২০২২ | ২:৫৪ অপরাহ্ণ

    চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানা এলাকা থেকে মোবাইল চোর সিন্ডিকেটের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (৮ মে) তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছে কোতোয়ালী থানা পুলিশ। এসময় ১৩টি চোরাই মোবাইল সেট উদ্ধার করা হয়।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এসব মোবাইল ফোন জমিয়তুল ফালাহ মসজিদে ঈদের জামাতে বিভিন্ন মুসল্লির কাছ থেকে চুরি করে বলে স্বীকার করেছে। গ্রেফতাররা হলেন- মারুফ হাসান (৩৬), মো. ইসমাইল ওরফে নিলয় (২৭) ও মনছুর আলম (৪৪)। তাদের ৯ মে সকালে মহানগর হাকিম আদালতে হাজির করা হয়েছে বলে জানায় পুলিশ।

    কোতোয়ালী থানার ওসি জাহেদুল কবীর বলেন, জমিয়তুল ফালাহ মসজিদে ঈদের জামাতে বেশ কয়েকজন মুসল্লির মোবাইল চুরির অভিযোগ পাওয়া যায়। এরপর মোবাইল চোর চক্রটিকে চিহ্নিত করে অভিযান চালিয়ে তাদের তিন সদস্যকে গ্রেফতার করা হয়।

    তাদের কাছ থেকে ঈদের জামাত থেকে চুরি হওয়া ১৩টি মোবাইল সেট উদ্ধার করা হয়। তারা দীর্ঘদিন ধরে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় মোবাইল চুরি করে বলে জিজ্ঞাস্যবাদে জানিয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১