- আজ বুধবার
- ৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
- ২৩শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ২৫শে মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১০ মে ২০২২ | ৩:২০ অপরাহ্ণ
ঘূর্ণিঝড় ‘অশনি’ মোকাবিলায় জেলা প্রশাসনকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। নবান্ন সূত্রের খবর অনুযায়ী, জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যেই সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বৃষ্টি বেশি পরিমাণে হলে লোকজনকে বিভিন্ন স্কুলে আশ্রয়ের জন্য নিয়ে আসতে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।
ইতোমধ্যেই সমুদ্রের তীরবর্তী এলাকায় মাইকিং শুরু করেছে জেলা প্রশাসন। যারা বেড়াতে গিয়েছিলেন তাদের সেখান থেকে সরিয়ে আনার কাজও শুরু হয়েছে। অপরদিকে নবান্নে যে কন্ট্রোলরুম খোলা হয়েছে সেখান থেকে প্রতিমূহুর্তে যোগাযোগ রাখা হচ্ছে বলেও জানানো হয়।এর পাশাপাশি সাধারণ মানুষকে ওই এলাকা থেকে সরিয়ে আনার কাজ চলছে।
দুই ২৪ পরগণা ও পূর্ব মেদিনীপুর জেলাকে সমন্বয় রেখে চলার এবং সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তরের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রেখে চলছে রাজ্য সরকার ও রাজ্য বিপর্যয় মোকাবিলা দপ্তর।
এর পাশাপাশি রাজ্য বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রীর নির্দেশে বর্ষাকালে ঝড়-বৃষ্টির কথা মাথায় রেখে বিদ্যুৎ সংক্রান্ত সমস্যার খবর ও দ্রুত মেরামতের লক্ষ্যে মঙ্গলবার থেকে বিদ্যুৎভবনে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। সপ্তাহের ৭ দিন ২৪ ঘণ্টাই সেখান থেকে সেবা পাওয়া যাবে। আগামী ৫ নভেম্বর পর্যন্ত এই কন্ট্রোল রুম খোলা থাকবে।
ঝড়-বৃষ্টির কারণে কোথাও যদি বিদ্যুতের কোনো তার ছিঁড়ে যায়, খুঁটি পড়ে যায় বা ট্রান্সফর্মার বিকল হয়ে যায় তবে সরাসরি কন্ট্রোল রুমে ফোন বা হোয়াটস অ্যাপের মাধ্যমে তা জানানোর ব্যবস্থা করা হয়েছে।