• আজ বুধবার
    • ১০ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২৩শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২২শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    রাশিয়ায় সরকার পরিবর্তনের আহ্বান

    গাজীপুর টিভি ডেস্ক | ১০ মে ২০২২ | ৩:২১ অপরাহ্ণ

    রাশিয়ায় সরকার পরিবর্তনের আহ্বান জানিয়েছে ইউরোপের দেশ লিথুয়ানিয়া। ওয়াশিংটনে সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেসের সঙ্গে এক সাক্ষাৎকারে এমন আহ্বান জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী গ্যাব্রিলিয়াস ল্যান্ডসবার্গিস।

    তিনি বলেন, পুতিনকে ক্ষমতা থেকে অপসারণই মস্কোর ভবিষ্যৎ হুমকি থেকে পশ্চিম এবং তার মিত্রদের রক্ষার একমাত্র উপায়।

    যুক্তরাষ্ট্র ও ন্যাটোকে রাশিয়ার বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান লিথুয়ানিয়ার পররাষ্ট্রমন্ত্রী।

    তিনি বলেন, রাশিয়ার ক্ষমতায় পালাবদলের আগ পর্যন্ত দেশটির প্রতিবেশীরা কিছুটা হলেও বিপদের মধ্যে থাকবে।

    গ্যাব্রিলিয়াস ল্যান্ডসবার্গিস বলেন, শুধু পুতিন নয়, বরং রাশিয়ার পুরো শাসন ব্যবস্থায় পরিবর্তন দরকার। কেননা, একজন পুতিন চলে গেলেও তার জায়গায় আরেকজন উঠে আসবে।

    এদিকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটোকে রাশিয়ার জন্য একটি সুস্পষ্ট হুমকি হিসেবে আখ্যায়িত করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ৯ মে রাশিয়ার বিজয় দিবসে এমন মন্তব্য করেন তিনি। পুতিনের দাবি, পূর্ব ইউক্রেনের ডনবাসে একটি শাস্তিমূলক অভিযানের প্রস্তুতি নিচ্ছে পশ্চিমারা। ইউক্রেনে এখন রাশিয়ার সামরিক অভিযানের কেন্দ্রবিন্দুতে রয়েছে এই শহরটি।

    রুশ প্রেসিডেন্ট বলেন, তার দেশ ইউরোপকে একটি ন্যায্য সমঝোতার জন্য অনুরোধ করেছিল। কিন্তু পশ্চিমারা মস্কোর কথা শুনতে চায়নি। তিনি বলেন, ন্যাটো আমাদের ভূখণ্ডের কাছাকাছি এলাকায় জায়গা খুঁজতে শুরু করেছে। এটি আমাদের দেশ এবং আমাদের সীমান্তের জন্য একটি সুস্পষ্ট হুমকি।

    ইউক্রেনে রাশিয়ার কথিত বিশেষ সামরিক অভিযানকে একটি প্রয়োজনীয় ও সময়োপযোগী পদক্ষেপ বলেও দাবি করেন পুতিন।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০