• আজ সোমবার
    • ৮ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২১শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২০শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    বরিশালে অশনির প্রভাবে বৃষ্টি, জনজীবন ব্যাহত

    বরিশালে অশনির প্রভাবে বৃষ্টি, জনজীবন ব্যাহত

    গাজীপুর টিভি ডেস্ক | ১১ মে ২০২২ | ৩:৪০ অপরাহ্ণ

    ঘূর্ণিঝড় অশনি ভারতের অন্ধ্র প্রদেশের দিকে ধাবিত হলেও এর প্রভাবে বরিশালে আজ বুধবার বৃষ্টি হয়েছে। এর প্রভাবে আগামী ৩ দিন বরিশালের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস।

    আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক মো. মাহফুজুর রহমান জানান, বুধবার সকাল পৌঁনে ১১টার দিকে বরিশালে অঝোঁরে বৃষ্টি শুরু হয়। বেলা ১২টা পর্যন্ত ১৭.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এদিন বেলা ১২টায় বাতাসে আদ্রতার পরিমান ছিলো ৮৬ ভাগ। দুপুরের পর আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হয়। অভ্যন্তরীণ নদী বন্দরে ১ নম্বর সতর্কতা সংকেত এবং সমূদ্র বন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত জারি করা হয়েছে।

    ঘূর্ণিঝড় অশনি বাংলাদেশে আঘাত হানার আশংকা কমে গেলেও এর প্রভাবে আগামী ৩ দিন বরিশালের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টি এবং দমকা ও ঝড়ো হওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন তিনি। এদিকে সকালের দিকে ভারী বৃষ্টিতে বরিশালের জনজীবন বিপর্যন্ত হয়। নগরীর বিভিন্ন সড়কে এবং নিচু এলাকায় পানি জমে যায়।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০