• আজ বুধবার
    • ১০ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২৩শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২২শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    নির্দলীয় সরকার ছাড়া নির্বাচনে অংশ নেবে না ইসলামী আন্দোলন

    গাজীপুর টিভি ডেস্ক | ১১ মে ২০২২ | ৩:৪১ অপরাহ্ণ

    নির্বাচনকালীন নির্দলীয় সরকারের অধীনে ছাড়া কোনও নির্বাচনে অংশ নেবে না ইসলামী আন্দোলন। মঙ্গলবার এক বিবৃতিতে দলটির আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, ‘ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে, কোনও দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব না’।

    বিবৃতিতে চরমোনাই পীর বলেন, নির্বাচনকালীন নির্দলীয় সরকারের অধীনে ছাড়া কোনও তামাশার নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ অংশ নেবে না। বিগত কয়েকটি জাতীয় নির্বাচন ও স্থানীয় নির্বাচনে এটা বারবার প্রমাণিত হয়েছে।

    ইভিএম প্রসঙ্গে মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন, ইভিএম আন্তর্জাতিকভাবে প্রত্যাখ্যাত। আর ইভিএমে সারাদেশে ভোট অনুষ্ঠিত হবে এমন কথা প্রধানমন্ত্রী ঘোষণা দেওয়ার এখতিয়ার রাখেন না। নির্বাচন কোন প্রক্রিয়ায় অনুষ্ঠিত হবে তা নির্ধারণ করবে নির্বাচন কমিশন। দেশের রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতেই নির্বাচন কমিশন তা ঠিক করবে এটাই জনগণের প্রত্যাশা।

    মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম আরও বলেন,আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের বক্তব্যেও প্রমাণিত হয় তাদের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০