• আজ রবিবার
    • ২৯শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
    • ১৩ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৫ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

    নবীনগরে জলাশয়ে ডুবে দুই শিশুর মৃত্যু

    নবীনগরে জলাশয়ে ডুবে দুই শিশুর মৃত্যু

    গাজীপুর টিভি ডেস্ক | ১৪ মে ২০২২ | ৩:৫৬ অপরাহ্ণ

    ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় জলাশয়ের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৪ মে) দুপুরে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

    নিহত শিশুরা হলেন- নবীনগর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের বাছিদপুর গ্রামের প্রবাসী মাঈন উদ্দিনের ছেলে উসমান (২) ও বাচ্চু মিয়ার ছেলে আবদুল্লাহ (২)।

    পরিবারের সদস্যরা জানান, শনিবার দুপুরে বাড়ির পাশে খেলাধুলা করছিল শিশু উসমান ও তার চাচাতো ভাই আবদুল্লাহ। এর কিছুক্ষণ পর তাদেরকে আর খুঁজে পাওয়া যায়নি। পরে স্থানীয়রা দেখতে পান, শিশু দুটি বাড়ির পাশের জলাশয়ের পানিতে ডুবে আছে। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) নুরে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের সদস্যদের কোনো অভিযোগ থাকলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১