- আজ বুধবার
- ১৫ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
- ৩০শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ২রা সফর ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১৭ মে ২০২২ | ৩:৪১ অপরাহ্ণ
রাজধানীর উত্তরায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোহাম্মদ লোকমান হোসেন শরীফ (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৭ মে) সকাল সাড়ে ৮টার দিকে জসিম উদ্দিন রোডে এই দুর্ঘটনা ঘটে।
উত্তরা পূর্ব থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহমান জানান, নিহত ব্যক্তি স্কুটি চালিয়ে যাচ্ছিলেন। এসময় ‘স্টার লাইন’ বাসের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে উত্তরা জাহানারা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের ভাগিনা মহি উদ্দিন জানান, তার মামা একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। তার গ্রামের বাড়ি চাঁদপুরে। তিনি উত্তরখান মাদারবাড়ি এলাকায় থাকতেন।
এসআই আব্দুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।