• আজ রবিবার
    • ২৯শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
    • ১৩ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৫ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

    সিলেটে পুলিশের ওপর জামায়াত-শিবির নেতাকর্মীদের নেতাকর্মীদের হামলা

    সিলেটে পুলিশের ওপর জামায়াত-শিবির নেতাকর্মীদের নেতাকর্মীদের হামলা

    গাজীপুর টিভি ডেস্ক | ১৭ মে ২০২২ | ৪:১৭ অপরাহ্ণ

    সিলেট নগরীর জেলরোড এলাকায় পুলিশের ওপর জামায়াত-শিবির নেতাকর্মীরা হামলা চালিয়েছেন। এ সময় কোতোয়ালি থানার ওসি আলী মাহমুদ ও বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ এসআই নিশু লাল দে আহত হন। পরে আহতদের সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ মঙ্গলবার (১৭ মে) বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

    বিষয়টি নিশ্চিত করেন আহত ওসি আলী মাহমুদ। তিনি বলেন, পুলিশ ঘটনাস্থলে যাওয়া মাত্রই জামায়াত-শিবিরের নেতাকর্মীরা হামলা চালান। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরে পুলিশ ধাওয়া করে জামায়াত-শিবিরের দুই নেতাকর্মীকে আটক করে।

    জানা যায়, জোহরের নামাজের পর নগরীর বন্দরবাজারের আবু তুরাব জামে মসজিদ থেকে মিছিল বের করে জামায়াত-শিবির। গণকমিশন কর্তৃক ধর্মব্যবসায়ী হিসেবে ১১৬ জন আলেমের তালিকা প্রকাশের প্রতিবাদে এ মিছিল বের করা হয়। মিছিলটি জেলরোডে আসার পর পুলিশি বাধার সম্মুখীন হয়। এ সময় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিসোটা নিয়ে হামলা চালায়।

    সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ বলেন, মিছিল থেকে জামায়াত-শিবির নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা চালায়। তাদের হামলায় কোতোয়ালি থানার ওসি ও বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ আহত হন। পুলিশের ওপর হামলার ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১