• আজ রবিবার
    • ২৯শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
    • ১৩ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৫ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

    ভারী বর্ষণে সুনামগঞ্জ শহরে বন্যার পানি

    ভারী বর্ষণে সুনামগঞ্জ শহরে বন্যার পানি

    গাজীপুর টিভি ডেস্ক | ১৭ মে ২০২২ | ৪:২১ অপরাহ্ণ

    গত কয়েক দিনের ভারী বর্ষণ ও উজানের ঢলে সুনামগঞ্জের প্রধান প্রধান নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকলেও বিপদসীমা অতিক্রম করেনি। তবে এক রাতের ভারী বর্ষণে সুরমার পানি বিপদসীমার ৩৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে করে বন্যার পানিতে প্লাবিত হয়েছে জেলা সদরের বিভিন্ন সড়ক। জেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে।

    বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বরাত দিয়ে জেলা পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ভারতের মেঘালয় ও আসাম প্রদেশে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের নদ-নদীর পানি বৃদ্ধি পেতে পারে।

    এদিকে, সুরমা নদীর পনি বিপদসীমার উপরে চলে যাওয়ায় সুনামগঞ্জ পৌর শহরের তেঘরিয়া, উকিলপাড়া, ষোলঘর ও নবীনগর এলাকা বন্যায় প্লাবিত হয়েছে। ওইসব এলাকায় সড়কের উপর দিয়ে পানি শহরের প্রবেশ করছে। এছাড়া জেলার ছাতক, দোয়ারাবাজার, তাহিরপুর, বিশ্বম্ভরপুর উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এসব উপজেলার বিভিন্ন সড়কের অংশবিশেষ পানির নিচে তলিয়ে যাওয়ায় জেলা সদরের সাথে সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। ভোগান্তিতে পড়েছেন হাজারো পানিবন্দী মানুষ।

    এদিকে, বন্যার পানিতে তলিয়ে গেছে চার উপজেলার অনেক হাওরে আবাদ করা ইরি জাতের ধান। এতে বিপুল ক্ষতির সম্মুখীন হয়েছেন কৃষকরা।

    সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. জহুরুল ইসলাম জানান, আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী ২৪ ঘণ্টা পানি বাড়বে। এতে জেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১