- আজ সোমবার
- ৮ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২১শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ২০শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২১ মে ২০২২ | ৫:০৫ অপরাহ্ণ
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা নদীতে ধানবোঝাই ট্রলার ডুবে দুই শ্রমিক নিখোঁজ হয়েছেন। নদীতে স্রোত বেশি থাকায় উদ্ধার অভিযান শুরু করা যাচ্ছে না। শনিবার সকাল ৬টায় পদ্মাসেতুর কাছে মাঝনদীতে এ ঘটনা ঘটে।
নিখোঁজ দুজন হলেন– হেলাল উদ্দিন (৩৫) ও দাদন হোসেন (৪০)।
নিখোঁজদের উদ্ধারে ঢাকা থেকে ছয় সদস্যের এক ডুবুরি দল ঘটনাস্থলে এসেছেন। ডুবুরি দলের সাব-অফিসার আবুল খায়ের জানান, লৌহজং উপজেলার শিমুলিয়া ফেরিঘাট থেকে ধান বহন করে বাংলাবাজার ঘাটের উদ্দেশ্যে রওয়ানা দেয় ট্রলারটি। এরপর মাঝপদ্মায় প্রচণ্ড স্রোত ও ঝড়ের কবলে পড়ে ডুবে যায় সেটি। এ সময় ট্রলারে থাকা ১২-১৩ জন নদীতে ভাসতে থাকেন। স্পিডবোট ও ট্রলারের মাধ্যমে স্থানীয়রা তাদের উদ্ধার করেন। নিখোঁজ থাকা দুই জনকে উদ্ধারে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করতে সমস্যা হচ্ছে। নদীতে প্রচণ্ড স্রোতের কারণে উদ্ধার কাজ করা যাচ্ছে না।
মুন্সীগঞ্জের মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু তাহের জানান, শনিবার সকাল ৬টায় হঠাৎ ঝড়ে মাওয়া থেকে শিবচরগামী ট্রলারটি ডুবে যায়। ওই ট্রলারের ১৫ জন শ্রমিকের মধ্যে দুই জন এখনও নিখোঁজ রয়েছেন। উদ্ধার কাজে অংশ নিতে ফায়ার সার্ভিসের সদস্যরা এসেছেন। তবে ট্রলারটি এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।