- আজ সোমবার
- ৮ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২১শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ২০শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২১ মে ২০২২ | ৫:২৩ অপরাহ্ণ
আগামী মাসের প্রথম সপ্তাহে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ দল। সফরে দুটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। এই সফরে গুরুত্বপূর্ণ ক্রিকেটার মুশফিকুর রহিমকে পাবে না বাংলাদেশ দল। তিনি হজ পালন করতে সৌদি আরব যাচ্ছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বিষয়টি নিশ্চিত করেছেন।
হজ পালনের উদ্দেশে ওয়েস্ট ইন্ডিজ সফরে না যেতে বেশ আগেই বিসিবির কাছে ছুটি চেয়েছিলেন মুশফিক। বিসিবিও তার আবেদন মঞ্জুরও করেছে।
আজ (শনিবার) জালাল ইউনুস বলেছেন, ‘মুশফিক এক মাস আগেই হজ পালনের জন্য ছুটি চেয়েছিল। আমরা বলেছি ঠিক আছে বিষয়টা দেখছি। এখন তার ছুটি অনুমোদন হয়েছে। সে ওয়েস্ট ইন্ডিজে দলের সঙ্গে যাচ্ছে না।’
ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে। ১৫ জুন থেকে ১৬ জুলাই পর্যন্ত হবে ম্যাচগুলো।
২২ জুন হজ করতে সৌদি আরব যাওয়ার কথা রয়েছে মুশফিকের। আর বাংলাদেশ দলের ৫ জুন ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে উড়াল দেওয়ার কথা।