- আজ বুধবার
- ১০ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২৩শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ২২শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২৩ মে ২০২২ | ৪:২১ অপরাহ্ণ
খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করছে বিএনপি।
আজ সোমবার (২৩ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে সকাল ১০টায় এই সমাবেশ শুরু হয়। এটি আয়োজন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি।
এর আগে সকাল ৯টা থেকে ঢাকা উত্তর ও দক্ষিণের বিভিন্ন থানা-ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে প্রেস ক্লাবের সামনে জড়ো হতে থাকেন।
বিক্ষোভ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের থাকার কথা রয়েছে।
সমাবেশে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম। আর সঞ্চালনায় আছেন ঢাকা উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক এবং দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম মজনু।